দক্ষিণ আফ্রিকার রাজধানী জোহানেসবার্গে ১৫তম ব্রিকস সম্মেলনের শেষ দিনে জোটের সদস্য দেশ ও আমন্ত্রিত বিভিন্ন বিশ্বের নানা দেশের সরকার ও রাষ্ট্রধানের সঙ্গে সাক্ষাত ও বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাত হয়েছে। এসময় পারস্পারিক কুশল বিনিময় করেন তারা।
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোর সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সঙ্গে কুশল বিনিময় হয়েছে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের। এসময় নানা বিষয় নিয়ে কথা বলেন তাঁরা।
এছাড়া বৃহস্পতিবার, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভার দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেন তারা।
এছাড়াও আরও কয়েকটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।