ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের সিংহাসনে অভিষেকের ৭০ বছর পূর্তি উদ্যাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য আয়োজন করেছে যুক্তরাজ্য। ঘোড়সাওয়ারদের ঐতিহ্যবাহী কুচকাওয়াজের মধ্য দিয়ে আজ অনুষ্ঠানমালা শুরু হবে।
রোববার বাকিংহাম প্যালেসের বাইওে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শেষ হবে আয়োজন। চার দিনের এই রাজকীয় অনুষ্ঠানে যুক্তরাজ্যজুড়ে লাখো মানুষ সশরীরে অংশ নেবেন। আর টিভির পর্দায় সে আয়োজন দেখতে পাবেন বিশ্বের শতকোটি মানুষ।
যুক্তরাজ্যের রাজপরিবারের ইতিহাসে সবচেয়ে বড় পরিসরে রাষ্ট্রীয়ভাবে অনুষ্ঠানের আয়োজন হতে যাচ্ছে। রানি দ্বিতীয় এলিজাবেথের রাজত্বের ৭০ বছর পূর্তি উপলক্ষ্যে জমকালো এই অনুষ্ঠানের আয়োজন। আজ থেকে শুরু হবে রাজকীয় এই উদযাপন, যা শেষ হবে আগামী রোববার।
স্য
প্রায় ১ হাজার ৫০০ সেনাসদ ৩৫০টি ঘোড়া নিয়ে ঐতিহ্যবাহী ‘ট্রুপিং দ্য কালার’ কুচকাওয়াজে অংশ নেবে। কুচকাওয়াজের শেষে থাকবে বাকিংহাম প্যালেসের ওপর দিয়ে ফ্লাইপাস্ট। সশস্ত্র বাহিনীর প্রতিটি শাখার ৭০টির বেশি বিমান ফ্লাইপাস্টে অংশ নেবে। রাজপরিবারের যেসব সদস্যের রাজপদবী আছে, তাঁরাই শুধু এ আয়োজনে আমন্ত্রিত।
এরপর বৃহস্পতিবার সন্ধ্যায়, রাজপ্রাসাদের বাইরে ‘ট্রি অফ ট্রিস বীকন’ আলোকিত করে রানীর প্রতি শ্রদ্ধা জানানো হবে। এসময় ইউকে এবং কমনওয়েলথ দেশগুলোতে ৩ হাজারেরও বেশি আলোকসজ্জা করা হবে। পরদিন শুক্রবার লন্ডনে সেন্ট পলস ক্যাথেড্রালে ধন্যবাদ জ্ঞাপনের জন্য সমাবেশ অনুষ্ঠিত হবে।
আগামী শনিবার প্রায় ২২ হাজার অতিথি নিয়ে বাকিংহাম প্যালেসে হবে বিবিসি কনর্সাট। রানি ছাড়াও উপস্থিত থাকবেন অ্যাডাম ল্যাম্বার্ট, ডায়ানা রস, আলিসিয়া কিস এবং নাইল রজারস। এছাড়া যুক্তরাজ্যজুড়ে রোববার ৮৫ হাজারেরও বেশি ‘রাজকীয় ভোজসভার’ পরিকল্পনা করা হয়েছে। সড়কে সড়কে থাকবে পার্টি ও পিকনিকের আয়োজন।
এদিকে, শেষ দিনটিতে লন্ডনজুড়ে গণকুচকাওয়াজের আয়োজন করা হবে। প্রায় ৬ হাজার মানুষের অংশগ্রহণের পাশাপাশি ২০০ খ্যাতিমান ব্যক্তিত্ব উপস্থিত থাকবেন এই আয়োজনে। এসময় ১৯৫২ সালে রানি দ্বিতীয় এলিজাবেথের শাসন শুরু হওয়ার পর কীভাবে ব্রিটিশ সমাজ বদলে গেছে তা তুলে ধরা হবে।