ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে সিংহাসনের উত্তরাধিকার হলেন তাঁর বড় ছেলে প্রিন্স অব ওয়েলস চার্লস। ব্রিটেনের নতুন রাজা এখন তিনিই। তবে এখনই সিংহাসনে বসা হচ্ছে না চার্লসের। বেশকিছু পদক্ষেপ ও আনুষ্ঠানিকতার পর সিংহাসনে বসবেন চার্লস। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, তিনি রাজা তৃতীয় চার্লস নামে পরিচিত হবেন। এটাই ছিল নতুন রাজার রাজত্বের প্রথম সিদ্ধান্ত। তিনি তার চারটি নামের যেকোনো একটি থেকে বেছে নিতে পারতেন – চার্লস, ফিলিপ, আর্থার ও জর্জ। নাম হিসেবে তিনি চার্লস বেছে নেন। এর মধ্য দিয়ে তিনি হবেন যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ডসহ ১৪টি দেশের শীর্ষ নেতা। চার্লসের বর্তমান বয়স ৭৩ বছর।

বৃহস্পতিবার (৮ই সেপ্টেম্বর) রাতে মারা যান ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। বৃহস্পতিবার সকালে অসুস্থ বোধ করার পর থেকেই চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রাখা হয় ব্রিটিশ রানীকে

ব্রিটিশ সাম্রাজ্যের সিংহাসনে সবচেয়ে দীর্ঘ সময় ধরে আসীন ও বিশ্বের প্রবীনতম রানি দ্বিতীয় এলিজাবেথের অসুস্থতার সংবাদে তার সন্তান ও নাতি-নাতনিদের অনেকেই ইতোমধ্যে স্কটল্যান্ডে পৌঁছে গেছেন।

৯৬ বছর বয়স্ক রানি দ্বিতীয় এলিজাবেথ ব্রিটেনের সিংহাসনে আসীন ছিলেন গত ৭০ বছর ধরে। চলতি বছরেই তার সিংহাসনে আরোহণের ৭০ বছর উদযাপিত হয়েছে।