বৃটেনের নতুন রাজা ও রানীর অভিষেকের আগে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্র প্রধানদের সম্মানে রাজা চার্লসের দেয়া অভ্যর্থনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লন্ডনের বাকিংহাম প্যালেসে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাকিংহাম প্যালেসের সামনে বিশ্ব নেতাদের সাথে ফটোসেশনেও অংশ নেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে তিনি ব্রিটেনের নতুন রাজা তৃতীয় চার্লসের সঙ্গে মতবিনিময় করেছেন। কমনওয়েলথ সেক্রেটারিয়েটের মার্লবোরো হাউসে স্থানীয় সময় শুক্রবার (৫ মে) দুপুর ২টার অনুষ্ঠানটি শুরু হয়।
এর আগে কমনওয়েলথভুক্ত দেশগুলোর নেতাদের দ্বিবার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কমনওয়েলথ সেক্রেটারিয়েট মার্লবোরো হাউজে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এরপর কমনওয়েলথ নেতারা সম্মেলন কক্ষে রুদ্ধদ্বার বৈঠক করবেন। সেই বৈঠকেও অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আগামীকাল শনিবার রাজা তৃতীয় চার্লসের অভিষেকের মূল অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এদিকে, বৃটেনের নতুন রাজা ও রানীকে বাংলাদেশের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অভিষেক হতে যাওয়া রাজা চার্লস ও রানী ক্যামিলার সাফল্য কামনা করে দেয়া বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন, তাদের এই পথচলায় বাংলাদেশের মানুষ সবসময় পাশে থাকবে।
এর আগে, শুক্রবার (৫ মে) ভোররাতে যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানে যোগ দিতে ওয়াশিংটন থেকে লন্ডনে পৌঁছেছেন শেখ হাসিনা। অনুষ্ঠানে তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। শনিবার (৬ মে) লন্ডনের ওয়েসমিনিস্টার অ্যাবে-তে আনুষ্ঠানিকভাবে রাজ মুকুট পরবেন রাজা তৃতীয় চার্লস এবং রানি ক্যামিলা।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ১৫ দিনের সফর শেষে আগামী ৯ মে দেশে ফিরবেন।