ব্রিটেনের সাধারণ নির্বাচনের ফল ঘোষণা চলছে। সরকার গঠনে এরই মধ্যে সংখ্যাগরিষ্ঠ আসন নিশ্চিত করেছে লেবার পার্টি। এরই মধ্যে বাংলাদেশ সময় সকাল দশটা পর্যন্ত বিরোধী দল লেবার পার্টি ৩৩১ আসনে জয়ী হয়েছে। আর কনজারভেটিভ পার্টি ৭১টি আসনে জয় পেয়েছে। আশা করা হচ্ছে, লেবার পার্টি ৪১০ আসনে জয় পাবে। আর কনজারভেটিভ পার্টি পাবে ১৩১টি আসন। সরকার গঠন করতে প্রয়োজন ৩২৬টি আসন।

বৃহস্পতিবার ভোট গ্রহণ শেষে বুথফেরত জরিপ বলছে,  নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পথে রয়েছে বিরোধী দল লেবার পার্টি। ভোটের চূড়ান্ত ফল একই হলে ব্রিটেনে টানা ১৪ বছর পর ক্ষমতা থেকে সরবে কনজারভেটিভ পার্টি। আর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে লেবার পার্টি সরকার গড়লে দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হবেন স্যার কিয়ার স্টারমার ।

দেশটিতে এবারের সাধারণ নির্বাচনে বিভিন্ন দলের মনোনয়নে প্রার্থী হন বেশ কয়েকজন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। এর বাইরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন কেউ কেউ। সব মিলিয়ে অন্তত ৩৪ জন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এরই মধ্যে টানা টিউলিপ সিদ্দিকির জয়ের সংবাদ পাওয়া গেছে। লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসনে লেবার পার্টির প্রার্থী হিসেবে জয় পেয়েছেন বঙ্গবন্ধুর নাতনী টিউলিপ রেজওয়ানা সিদ্দিক।

নিয়ম অনুযায়ী, সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়া দলকে সরকার গঠন ও দলের নেতাকে প্রধানমন্ত্রী হওয়ার আহ্বান জানাবেন বিটেনের রাজা তৃতীয় চার্লস। দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়া দল পার্লামেন্টে প্রধান বিরোধী দল হবে। আর দলটির নেতা প্রধান বিরোধীদলীয় নেতা হবেন।

৯ জুলাই নতুন পার্লামেন্ট সদস্যদের শপথ গ্রহণ ও স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৭ জুলাই রাজা তৃতীয় চার্লসের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে নতুন সরকারের।