রাজধানীর কুড়িল বিশ্বরোডে রেললাইনে দাঁড়িয়ে একটি ট্রেনের ভিডিও করার সময় উল্টো দিক থেকে আসা অন্য একটি ট্রেনে কাটা পড়ে এক তরুণ মারা গেছেন।
নিহত তরুণের নাম ইশতিয়াক আহমেদ রাফিদ (২২)। তিনি রাজশাহী সরকারি কলেজে স্নাতকের শিক্ষার্থী। রাজধানীর খিলক্ষেতে খালার বাসায় বেড়াতে এসেছিলেন।
রাতে ঢাকা রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, ভিডিও ধারণ করার সময় উল্টো দিক থেকে আসা আরেকটি ট্রেনে কাটা পড়ে মারা যান ইশতিয়াক আহমেদ রাফিদ। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
রাফিদের খালাতো ভাই মুস্তাফিজ জানান, রাফিদ মোবাইল ফোনে টঙ্গী থেকে কমলাপুরগামী একটি ট্রেনের ভিডিও ধারণ করছিলেন। এমন সময় অন্য লাইনে ঢাকা থেকে ছেড়ে আসা আরেকটি ট্রেনে তিনি কাটা পড়লে ঘটনাস্থলেই মারা যান।
‘ভাইয়া আমাকে বলেছিলেন ভিডিও করার সময় ট্রেন আসে কি না খেয়াল রাখতে। উনি ভিডিও করার সময় ট্রেন চলে এলো। আমি ভাইয়াকে চিৎকার করে বলছিলাম, ট্রেন চলে এসেছে, লাইন থেকে সরে আসতে। কিন্তু তিনি শুনতে পাননি। এরপর ট্রেনের নিচে পড়ে যান’- বলেন মুস্তাফিজ।
রাফিদের ফেসবুক আইডিতে দেখা যায়, তিনি একজন ফটোগ্রাফার এবং কনটেন্ট ক্রিয়েটর। বিভিন্ন ছবি ও ভিডিও ধারণ করে সেগুলো তিনি ফেসবুকে আপলোড করতেন। একদিন আগেই ফেসবুকে বৃষ্টির মধ্যে রেললাইনের একটি ভিডিও আপলোড করেছিলেন তিনি।