ভারত সফরের দ্বিতীয় দিনে দেশটির উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখারের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৬ই সেপ্টেম্বর) বিকেলে আলাদা সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাক্ষাতে দ্বিপক্ষীয় নানা বিষয়ে কথা বলেন তারা।
এর আগে, সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতি ভবনে যাওয়ার মাধ্যমে ভারতে তাঁর চার দিনের সফরের দ্বিতীয় দিন শুরু করেন। এ সময় নরেন্দ্র মোদি তাঁকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানান।
রাষ্ট্রপতি ভবন থেকে শেখ হাসিনা রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে যান। সেখানে তিনি ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। ভারতের জাতির পিতার স্মৃতিসৌধে রাখা দর্শনার্থী বইয়েও স্বাক্ষর করেন তিনি।
পরে বিকেলে নয়া দিল্লির আইটিসি হোটেলের মিটিং রুমে ভারতের কংগ্রেস নেতা ও লোকসভার সদস্য রাহুল গান্ধীর সাথে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে রাজনীতিসহ নানা বিষয়ে কথা বলেন তারা।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে ভারতে চার দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার নয়াদিল্লি যান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।