বিশ্বে জলবায়ু পরিবর্তনের ফলে বেড়েছে প্রাকৃতিক দূর্যোগ। ঝড়-বৃষ্টি, বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত বেশ কয়েকটি দেশ। প্রায় দুই মাসের বেশি সময় ধরে ভয়াবহ বন্যা দেখছে ভারতের আসাম। কয়েকদিন ধরে ভারী বৃষ্টি হচ্ছে ভয়াবহ বন্যা কবলিত আসামে। গত ২৪ ঘন্টায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। বন্যায় এখন পর্যন্ত অর্ধশতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন।

পানিবন্দি হয়ে পড়েছে ২৯ জেলার প্রায় ২১ লাখ মানুষ। নিরাপদ আশ্রয়স্থলে সরিয়ে নেয়া হয়েছে তিন লাখ ৮৭ হাজার মানুষকে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ধুবড়ি জেলা। রাস্তাঘাট তলিয়ে অনেক জেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে। প্রায় ৪২ হাজার ৪৭৬ হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে পড়েছে বাঁধ, সড়ক ও সেতুসহ বিভিন্ন অবকাঠামো।

টানা বৃষ্টি ও বন্যায় নাকাল আসামের প্রতিবেশি রাজ্যগুলোও। অরুণাচল প্রদেশের কুরুং কুমে জেলার কুরুং নদীর সেতু বন্যার পানিতে ভেসে চলে গেছে। ইটানগরে ভূমিধসের ঘটনাও ঘটেছে। সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় কর্তৃপক্ষ।

ভারী বৃষ্টিতে ত্রিপুরা রাজ্যের আগরতলায় বেড়েছে জলাবদ্ধতা। মাটির ঘর ভেঙে একই পরিবারের দুইজনের মৃত্যু হয়েছে। বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে ভারতের দেবভূমি উত্তরাখণ্ডে। প্রধান নদীগুলি সবই বিপৎসীমার উপর দিয়ে বইছে। জারি করা হয়েছে রেড অ্যালাট।