ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় ভারতের গুজরাটে রাজ্যের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এখন পর্যন্ত বন্যায় মারা গেছেন ২৬ জন। প্রবল বৃষ্টিতে তলিয়ে গেছে এ রাজ্যের অনেক অঞ্চল। ক্ষতিগ্রস্থ হয়েছে ফসল। পানিবন্দী হয়ে পড়েছেন লাখো মানুষ।

ভারতের আবহাওয়া অধিদপ্তর এই রাজ্যের বেশ কিছু জায়গায় ‘লাল’ সতর্কতা সংকেত জারি করেছে।

ভারতের আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্যমতে, গুজরাট রাজ্যের ১২টি জেলায় ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এসব অঞ্চলে ৫০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রাজ্যের ২৪টি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। ২০৬ টি ড্যামের মধ্যে ১২২টির পানির উচ্চতা বিদপসীমার কাছাকাছি রয়েছে।

এদিকে প্রবল বৃষ্টিতে গুজরাটের রেল পরিষবা বিঘিœত হচ্ছে। বন্ধ হয়ে গেছে যাত্রী পরিবহন। অনেক সড়কও তলিয়ে গেছে পানির নিচে। বিঘিœত হচ্ছে যান চলাচল।

আটকে পড়া মানুষদের উদ্ধারে ভারতীয় সেনাবাহিনীর ছয়টি দলকে দ্বায়িত্ব দেয়া হয়েছে। তাদের নেতৃত্বে শূরু হয়েছে উদ্বার অভিযান শুরু হয়েছে। বিতরণ করা হচ্ছে ত্রাণ। রাজ্যের ত্রাণ কমিশনার অলোক পান্ডে জানিয়েছেন, বন্যা কবলিত এলাকা থেকে ৪০ হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছে।

গুজরাটের স্বাস্থমন্ত্রী রুশিকেশ প্যাটেল জানিয়েছেন, এখনও পর্যন্ত ৫ হাজারের বেশি মানুষকে পুনর্বাসন করা হয়েছে।