ভারতীয় মহাকাশ সংস্থা-ইসরো নতুন একটি রকেট মহাকাশে পাঠাতে যাচ্ছে। যেটি মূলত আবহাওয়া উপগ্রহ বহন করবে। শনিবার (১৭ ফেব্রুয়ারি) সেই উপগ্রহটি নিয়ে মহাকাশে পাড়ি দেবে ইসরোর রকেট ‘নটি বয় (দুষ্টু ছেলে)’। এদিন বিকেল সাড়ে ৫টায় অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে ইনস্যাট-৩ডিএস উপগ্রহ নিয়ে যাত্রা শুরু করবে এই রকেট।

ভারতীয় মহাকাশ সংস্থা জানায়, আবহাওয়া সংক্রান্ত পূর্বাভাস আরও নিখুঁতভাবে পেতে নতুন উপগ্রহটি মহাকাশে পাঠাতে যাচ্ছে তারা। ভারতীয় বিজ্ঞানীরা বলছেন, নতুন এই উপগ্রহটি প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে আরও নিখুঁতভাবে আগাম সতর্কতা জানাতে পারবে। সেই সাথে  মহাকাশ থেকেই মাটি এবং সমুদ্র পৃষ্ঠের উপর নজর রাখারও সুযোগ তৈরি হবে।

গণমাধ্যমকে আবহাওয়া বিজ্ঞানী এম রবিচন্দ্রন বলেন, ‘‘ভারতীয় আবহাওয়া উপগ্রহগুলি আরও উন্নতভাবে তৈরি করা হয়েছে। এই উপগ্রহগুলি আকাশের চোখ হিসাবে কাজ করে। যা ভারতকে ঘূর্ণিঝড় এবং অন্যান্য দুর্যোগ সম্পর্কে নিখুঁত পূর্বাভাস দিতে সাহায্য করে।’’

ইসরো সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত ১৫ বার মহাকাশে পাড়ি দিয়েছে জিএসএলভি রকেট। তবে তার মধ্যে ছয় বার এটিতে গোলযোগ দেখা গেছে। তাই রকেটটির ব্যর্থতার হার ৪০ শতাংশ। ২০২৩ সালের ২৯মে শেষ বার সফলভাবে মহাকাশে পাড়ি দিয়েছিল জিএসএলভি। কিন্তু তার আগে ২০২১ সালের ১২ আগস্ট রকেটটি ব্যর্থ হয়।

জিএসএলভি রকেটের থেকে তুলনায় ভারি ‘লঞ্চ ভেহিক্যাল মার্ক-৩’ বা ‘বাহুবলী রকেট’ এখনও পর্যন্ত সাত বার অভিযানে গিয়ে প্রতি বারই সফল হয়েছে। ইসরোর ‘পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিক্যাল (পিএসএলভি)’ রকেটের সফলতার হারও অনেক বেশি। ৬০টি উৎক্ষেপণের মধ্যে মাত্র ৩ বার ছাড়া বাকি সময় সফল হয়েছে সেই রকেট।