গাজা উপত্যকার একটি শরণার্থী শিবিরে ইসরাইলের বিমান হামলায় আরও ১৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া হামলায় আহত হয়েছেন আরও বিপুল সংখ্যক মানুষ। ফিলিস্তিনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে আজ শুক্রবার (২০ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, টানা দুই সপ্তাহ ধরে ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়ে যাচ্ছে এবং অবিরাম এই হামলা থেকে স্কুল, হাসপাতাল ও শরণার্থী শিবিরও বাদ যাচ্ছে না বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এক বিবৃতিতে আইডিএফ জানিয়েছে, দখলকৃত পশ্চিম তীরের নুর শামস শরণার্থী শিবিরে বুধবার রাতে তারা একটি সশস্ত্র দলের ওপর বিমান হামলা চালিয়েছে। ওই হামলায় কয়েখজন নিহত হওয়ার কতা জানালেও সংখ্যা বলেনি আইডিএফ।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই বিবৃতিতে আইডিএফ আরও বলেছে, তারা এখন পর্যন্ত ১০ জন ‘সন্ত্রাসীকে’ আটক করেছে। একইসঙ্গে বেশকিছু বিস্ফোরক নিষ্ক্রিয় করেছে।

আইডিএফ বলেছে, তাদের সঙ্গে ফিলিস্তিনের বন্দুকধারীদের গুলি বিনিময় হয়েছে। ওই বন্ধুকধারীরা ইসরাইলি বাহিনীর ওপর বিস্ফোরক নেক্ষপ করেছিলো বলে দাবি আইডিএফের।

এদিকে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ওই এলাকায় ছয় ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন।