ভারতীয় নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজে বিস্ফোরণে তিন সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১১ জন।

মুম্বাইয়ের অদূরে বুধবার ভোর সাড়ে ৪টার দিকে নৌসেনার ডকে ওই বিস্ফোরণ ঘটেছে। খবর এনডিটিভির।

ভারতীয় নৌবাহিনীর এইএনএস রণবীর নামে ওই যুদ্ধজাহাজের মধ্যে কোনো প্রকোষ্ঠে ওই বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিক খবরে জানা গেছে।

ওই বিস্ফোরণের সঙ্গে সঙ্গে জাহাজের অন্য সেনারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহতদের প্রাথমিক চিকিৎসার পর হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। তবে জাহাজটির খুব বেশি ক্ষতি হয়নি বলে জানিয়েছেন সেনা সদস্যরা।

ওই ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। জাহাজটির উপকূলে ফেরার কথা ছিল শিগগির।