ভারতের উত্তরপ্রদেশের লখনৌতে প্রবল বৃষ্টির জেরে দেয়াল ধসে ৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। গত ২৪ ঘণ্টায় প্রবল বৃষ্টির জেরে দেয়াল ধসের এই ঘটনা ঘটে। এছাড়া অস্বাভাবিক ভারী বৃষ্টিতে শহরের বেশ কিছু জায়গায় জলাবদ্ধতাও দেখা দিয়েছে। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, দেয়াল ধসে আহতদের লখনৌর সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।