ভারতের লাদাখে সেনাবাহিনীর একটি গাড়ি নদীতে পড়ে প্রাণহানি হয়েছে অন্তত ৯ জনের।  স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় দক্ষিণ লাদাখের কিয়ারিতে এ দুর্ঘটনা ঘটে। সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, নিহতদের মধ্যে একজন জুনিয়র কমিশন্ড অফিসার ও আট সেনাসদস্য রয়েছেন। আহত এক সেনা সদস্যদের অবস্থাও বেশ আশঙ্কাজনক।

নিহতদের মধ্যে একজন জুনিয়র কমিশনড অফিসার (জেসিও) ও আট জওয়ানের মৃত্যু হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। দুর্ঘটনার পরপরই ওই এলাকায় উদ্ধার অভিযান শুরু করে লাদাখ পুলিশ। আহত সৈনিকদের সেনাবাহিনীর একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে আটজনকে মৃত ঘোষণা করা হয়। পরে আরও এক সৈনিকের মৃত্যু হয়।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, লাদাখের লেহ শহর থেকে ১৫০ কিলোমিটার দূরে কিয়ারি এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। সেখানে ভারতীয় সেনাবাহিনীর একটি বিভাগীয় সদর দপ্তর রয়েছে।