অবৈধ অনুপ্রবেশের দায়ে কুমিল্লার বুড়িচং সীমান্ত থেকে এক ভারতীয়  ও আখাউড়া সীমান্ত থেকে দুই ভারতীয়কে আটক করেছে বিজিবি।

আজ (৮ অক্টোবর ) সকালে বিজিবির সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) ফকিরমোড়া বিজিপির টহল দল আখাউড়া উপজেলার সীমান্তবর্তী আব্দুল্লাপুর স্থানে অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়। তারা হলেন, পান্না রানী দেব (৫৪) ও তার ছেলে অভি দাশ (১৮)। আটককৃতরা ভারতের ধলায় জেলার কমলপুর থানার মানিক ভান্ডার এলাকার জহর লাল দাসের স্ত্রী-সন্তান।

এদিকে, কুমিল্লার বুড়িচং উপজেলার সীমান্তবর্তী স্থান থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে একজন ভারতীয় নাগরিককে আটক করা হয়।

আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে কাজের উদ্দেশ্য অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে। অবৈধ অনুপ্রবেশের দায়ে আটককৃত ভারতীয় নাগরিককে কুমিল্লার বুড়িচং থানায় সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।