ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে সাতজন। নিখোঁজ রয়েছেন আরও অনেক। বুধবার (০৫ই অক্টোবর) রাত ৯টার দিকে জলপাইগুড়ির মালবাজারের মাল নদীতে এ দুর্ঘটনা ঘটে।
ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, প্রতিমা বিসর্জনের সময় মাল নদীতে অনেক মানুষের সমাগম হয়। রাতে হঠাৎ অনেক মানুষ পানির স্রোতে ভেসে যান। এখন পর্যন্ত ৩০-৪০ জনকে উদ্ধার করা হয়েছে। সাত জনের মৃত্যুর খবর জানিয়েছেন জলপাইগুড়ির জেলা প্রশাসক। এদের মধ্যে একটি শিশুও রয়েছে।
এ বিষয়ে মালের বিধায়ক বুলু চিকবরাইক বলেন, প্রতিবছর মাল নদীতে বিসর্জন হয়। আজ আচমকাই এ দুর্ঘটনা ঘটল। নিখোঁজদের সঠিক খবর আমাদের কাছে নেই। ঘটনার সময় নদীর পাড়ে কমপক্ষে ৯-১০ হাজার মানুষ ছিল। পাহাড়ি ঢল থেকেই এ বিপত্তি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে দমকল বাহিনী এবং পুলিশ।
এ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটারে দেওয়া এক পোস্টে তিনি বলেন, পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে দুর্গোৎসবের সময় ঘটে যাওয়া দুর্ঘটনার খবরে আমি দুঃখিত। যারা প্রিয়জনকে হারিয়েছেন, তাদের প্রতি সমবেদনা জানাই।