ভারতের লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোটগ্রহণ চলছে। সকাল ৭টায় শুরু হওয়া ভোট চলবে সন্ধ্য ৬টা পর্যন্ত।

ছ’টি রাজ্য এবং দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলের ৪৯টি আসনে হচ্ছে ভোটগ্রহণ। এই দফার ভোটে রাহুল গান্ধী, রাজনাথ সিংহ ও স্মৃতি ইরানির মতো বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে।

এরইমধ্যে পশ্চিমবঙ্গের আরামবাগ লোকসভার খানাকুল-২ নম্বর ব্লকে বোমাবাজির অভিযোগ তুলে নির্বাচন কমিশনে নালিশ করেছে সিপিএম। কমিশন রিপোর্ট চাইলে জেলা থেকে পাঠানো রিপোর্টে জানানো হয়, সেখানে কোনও বোমাবাজির ঘটনা ঘটেনি।

ভোট কেন্দ্রে ঢুকতে না দেয়ার অভিযোগ তুলেছেন শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বিজেপির কথায় কেন্দ্রীয় বাহিনী এই কাজ করছে বলেও অভিযোগ তুলেছেন তৃণমূল প্রার্থী।

সকল কেন্দ্রে ভোট শুরুর প্রায় দুই ঘণ্টা হয়ে গেলেও এখনও ভোটগ্রহণ শুরু হল না হাওড়া বেতরের ২৩২ নম্বর বুথে। ইভিএম মেশিন খারাপ থাকার কারণেই এই পরিস্থিতি বলে জানা গেছে।

৮২ জন মহিলা-সহ মোট প্রার্থীর সংখ্যা ৬৯৫। ৪৯টি লোকসভা আসনের মোট ভোটার সংখ্যা আট কোটি ৯৫ লক্ষ। পঞ্চম দফায় সে দেশে মোট ৯৪ হাজার ভোটকেন্দ্র করেছে নির্বাচন কমিশন।

আজ পঞ্চম দফায় উত্তরপ্রদেশের ৮০টি লোকসভা আসনের মধ্যে ১৪, মহারাষ্ট্রের ৪৮টির মধ্যে ১৩, বিহারের ৪০টির মধ্যে পাঁচ, ওড়িষ্যায় ২১-এর মধ্যে পাঁচ, ঝাড়খণ্ডের ১৪-র মধ্যে তিনটিতে ভোট হবে।

পশ্চিমবঙ্গের ৪২টির মধ্যে সাতটি আসন- আরামবাগ, বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেডিয়া, শ্রীরামপুর এবং হুগলিতে ভোট হবে কাল। কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের পাঁচটি লোকসভা কেন্দ্রের মধ্যে একটি এবং লাদাখের এক মাত্র আসনটিতেও ভোটগ্রহণ হচ্ছে।

এই দফার ভোটে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। উত্তরপ্রদেশের রায়বরেলী থেকে এ বার ভোটপ্রার্থী তিনি। তার প্রতিদ্বন্দ্বী যোগী আদিত্যনাথ সরকারের মন্ত্রী দীনেশপ্রতাপ সিংহ।