ভারত পাশে ছিলো বলেই শক্তিধররা নির্বাচনে অশুভ খেলা খেলতে সাহস পায়নি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
ওবাদুল কাদের বলেন, নির্বাচনে ভারত কোনো হস্তক্ষেপ করেনি। আন্দোলনে ব্যর্থ হয়ে একটি দল ভারত বিরোধী প্রচারণায় ব্যস্ত বলেও দাবি করেন তিনি। এসময় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রী উদ্যোগ নিচ্ছেন উল্লেখ করে সকলকে ধৈর্য্য ধরার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
এ সময় ওবায়দুল কাদের আরও বলেন, যারা সংখ্যালঘুদের কষ্ট দেয় তাদের আসল পরিচয় তারা দুর্বৃত্ত। মাইনরিটি ভাবনা দাসত্বের পরিচয় দেয়, তাই সবাইকে মাইনরিটি চিন্তা ভেঙে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান জানান তিনি।