ভারত মহাসাগরে রাসায়নিকবাহী একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলা চালিয়েছে ইরান। এমনটি দাবি করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। গতকাল শনিবার (২৩ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে।
এক বিবৃতিতে পেন্টাগন বলেছে, ভারত উপকূল থেকে ২০০ নটিক্যাল মাইল দূরে, ড্রোনটি নেদারল্যান্ডস পরিচালিত ওই জাহাজের রাসায়নিক ট্যাংকারে আঘাত হানে। ড্রোন হামলায় পর লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজটিতে আগুন ধরে যায়। তবে জাহাজে থাকা ক্রুদের কেউ হতাহত হননি। তবে এ বিষয়ে এখনও কোন মন্তব্য করেনি ইরান।
পেন্টাগনের দাবি, ২০২১ সালের পর থেকে এ নিয়ে বাণিজ্যিক জাহাজে সপ্তমবার হামলা চালালো ইরান।