ভারত সীমান্ত এলাকায় বাংলাদেশ ড্রোন মোতায়েন করেনি বাংলাদেশ। ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’র প্রতিবেদনে দাবি করা হয়েছে, ‘ভারতের পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী এলাকায় তুরস্কের তৈরি অত্যাধুনিক ‘বায়রাকতার টিবি ২’ ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ।

তবে ‘ইন্ডিয়া টুডে’র ওই সংবাদ ভুয়া ও বানোয়াট বলেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্ট। আজ শনিবার দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি পোস্ট দিয়ে এ তথ্য জানানো হয়।

বিষয়টি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, ‘নিয়মিত কার্যক্রম ছাড়া দেশের কোনো অংশে কোনো ড্রোন মোতায়েন করা হয়নি। এই খবরটি বাংলাদেশের বিরুদ্ধে পরিকল্পিত প্রচারণার অংশ ‘।

প্রেস উইং ফ্যাক্টস ইন্ডিয়া টুডের প্রতিবেদনের একটি স্ক্রিনশটও পোস্ট করেছে, যার শিরোনাম ‘বাংলাদেশ কি বায়রাক্তার টিবি২ ড্রোন মোতায়েন করেছে এবং ভারত কি প্রস্তুত?’

প্রতিবেদনে দাবি করা হয়েছে, ভারত সীমান্তে বায়রাক্তার টিবি ২ ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ।