যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে একটি হাই স্কুলের স্নাতক অনুষ্ঠানে বন্দুক হামলার ঘটনায় দুজন নিহত এবং পাঁচজন আহত হয়েছে। ভার্জিনিয়ার রিচমন্ডে এক ব্যক্তি চারটি হ্যান্ডগান নিয়ে হামলা চালায়। সে সময় তিনি ভিড়ের মধ্যে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকেন। পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।
এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ভার্জিনিয়ার রিচমন্ডে উচ্চ বিদ্যালয়ের গ্র্যাজুয়েশন অনুষ্ঠান চলাকালে বন্দুক নিয়ে হামলা চালায় ১৯ বছর বয়সী এক তরুণ। এতে সাতজন গুলিবিদ্ধ হয়। তাদের হাসপাতালে নেওয়া হলে মৃত্যু হয় দুইজনের। এরমধ্যে একজন ওই স্কুলের ছাত্র।
রিচমন্ডের অন্তর্র্বতী পুলিশ প্রধান রিক এডওয়ার্ডস বলেন, প্রাথমিকভাবে দুইজনকে আটক করা হয়। এরমধ্যে ১৯ বছর বয়সী তরুণ হামলায় জড়িত বলে ধারণা করছি। অন্য ব্যক্তিকে ছেড়ে দেওয়া হবে।
সংবাদমাধ্যম বলছে, যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। ২০২৩ সালে এখন পর্যন্ত দুই শতাধিক মানুষ দেশটিতে বন্দুক হামলায় প্রাণ হারিয়েছেন। এমনকি উত্তর আমেরিকার এই দেশটিতে জনসংখ্যার চেয়েও আগ্নেয়াস্ত্রের সংখ্যা বেশি।