লা লিগায় ঘরের মাঠে লেভান্তের বিপক্ষে ৬-০ গোলের বড় ব্যবধানে জয় পেয়েছে রিয়ার মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে দলের বিশাল জয়ে হ্যাটট্রিক করেছেন তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র।
লিগের ৩৬তম ম্যাচে দলকে ১৩ মিনিটে প্রথম লিড এনে দেন ফুল ব্যাক ফারল্যান্ড মেন্ডি। ছয় মিনিট পরে গোল করেন করিম বেনজেমা। তাকে গোলে সহায়তা দেন ভিনিসিয়াস। এরপর গোল করেন রদ্রিগো গোয়েস। ব্রাজিলিয়ান উইঙ্গার ৩৪ মিনিটে দলের লিড নিয়ে যান ৩-০ ব্যবধানে।
প্রথমার্ধের শেষ বাঁশির আগে প্রথম গোলের দেখা পান ভিনি। রিয়াল মাদ্রিদ প্রথমার্ধে ৪-০ গোলের লিড নেয়। দ্বিতীয়ার্ধে লেভান্তের সামনে ছিল বড় চ্যালেঞ্জ। গোল ব্যবধান আবার আট-নয়ে না পৌঁছে যায়। হারের ব্যবধান অতো বড় হতে না দিলেও ভিনির হ্যাটট্রিক আটকাতে পারেনি লেভান্তে।
ম্যাচের ৬৮ মিনিটে ভিনিসিয়াস নিজের দ্বিতীয় গোলটি করেন। ৮৩ মিনিটে পূরণ করেন রিয়ালের জার্সিতে দ্বিতীয় হ্যাটট্রিক। ম্যাচে লুকা মডরিচ ছিলেন আগুন ছন্দে।
করিম বেনজেমা একাধিক গোল না করলেও গড়েছেন দারুণ এক রেকর্ড। লিগে ২৭তম গোল করে রাউল গঞ্জালেসের সঙ্গে যৌথভাবে রিয়ালের দ্বিতীয় সর্বোচ্চ গোল স্কোরার হয়েছেন তিনি। দু’জনের গোল ৩২৩। তাদের ওপরে আছেন কেবল ক্রিস্টিয়ানো রোনালদো (৪৫০)।