গেল কয়েক মাস যাবত কোচ সমস্যায় বাংলাদেশ নারী ফুটবল দল। সাবিনা খাতুনদের গুরু গোলাম রব্বানী ছোটনের পদত্যাগের পর সদ্য সমাপ্ত নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে ভারপ্রাপ্ত কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন মাহবুবুর রহমান লিটু।

তবে আগামী সেপ্টেম্বরে চীনে অনুষ্ঠেয় এশিয়ান গেমসের জন্য নতুন কোচ নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। নারী দলের ডাগআউটে জাতীয় দলের সাবেক কোচ সাইফুল বারী টিটুকে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন।

টিটু এর আগে জাতীয় দল, বয়সভিত্তিক দল ছাড়াও পুরুষ দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। সবশেষ চট্টগ্রাম আবাহনীর কোচ হয়ে কাজ করছেন তিনি। যদিও সেখান থেকে বরখাস্ত হতে হয়েছে তাকে।

টিটুর নিয়োগ নিয়ে নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ সংবাদমাধ্যমকে বলেছেন, ‘এশিয়ান গেমসের জন্য মেয়েদের কোচ পদে সাইফুল বারী টিটুকে নিয়োগ দিয়েছি। এছাড়া দীর্ঘমেয়াদে কোচের জন্য জাপান-কোরিয়ায় যোগাযোগ করা হচ্ছে। আগের কোচ গোলাম রব্বানী ছোটনকে ফিরে আসার জন্য বলা হলেও কোনও সাড়া পাওয়া যায়নি।’