কিলিয়ান এমবাপ্পে আর ভিনিসিয়াস জুনিয়রের গোলে স্প্যানিশ লা লিগায় এসপানিওলকে হারিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। শনিবার ঘরের মাঠ সান্তিয়াগো বার্ন্যাব্যুতে ৪-১ গোলের বড় জয় পেয়েছে রিয়াল। এ নিয়ে লা লিগায় টানা তিন ম্যাচে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ।
আর লা লিগায় টানা ৩৮ ম্যাচে অপরাজিত আছে রিয়াল। তারপরও লিগ টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনাকে টপকে যেতে পারেনি। ম্যাচ শেষে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি বলেছেন, ‘আমার মনে হয়, ম্যাচটি আমাদের জন্য ভালো ছিল। এস্পানিওলের গোলের পর খেলোয়াড়েরা ভালোই জবাব দিয়েছে। আমরা অনেক ভালো খেলেছি এবং অনেক সুযোগ পেয়েছি। আমি আনন্দিত।’
১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে উঠেছে রিয়াল মাদ্রিদ। শীর্ষে থাকা বার্সেলোনা ৫ ম্যাচের সবকয়টিতেই জিতে অর্জন করেছে ১৫ পয়েন্ট।
তবে জয় বড় হলেও শুরুতে বেশ ভুগতে হয়েছে রিয়ালকে। এসপানিওলের রক্ষণ দুর্গে বারবার আটকা পড়েছেন ভিনিসিয়াস-এমবাপ্পেরা। প্রথমার্ধে স্পেনের সবচেয়ে সফল দলটিকে কোনো গোলের সুযোগই দেয়নি সফরকারীরা।
বিরতির পর ৫৪ মিনিটে গোল খেয়ে বসে স্বাগতিকরা। রিয়াল গোলরক্ষক থিবো কর্তোয়া নিজেদের জালেই বল জড়িয়ে ফেলেন। তাতে ১-০ তে পিছিয়ে পড়ে রিয়াল। বাধ্য হয়ে খেলার ধরন পাল্টে ফেলে রিয়াল। তাতেই আসে কাঙ্খিত গোল। ৫৭তম মিনিটে ডেডলক ভাঙেন ডিফেন্ডার দানি কারভাহাল।
এরপর ৭৫ মিনিটে ব্রাজিলিয়ান উইঙ্গার রদ্রিগো এগিয়ে দেন রিয়ালকে। তিন মিনিট পর আরেক ব্রাজিলিয়ান ভিনিসিয়াস জুনিয়রের গোলে ব্যবধান বাড়ায় রিয়াল। খেলার শেষ বাঁশি বাজার আগে রদ্রিগোকে ফাউলের সুবাদে পেনাল্টি পায় মাদ্রিদ। স্পট কিকে কোন ভুল ছাড়াই বল জালে জড়ান ফরাসি স্ট্রাইকার এমবাপ্পে। তাতে টানা চতুর্থ ম্যাচে গোল করার কীর্তি গড়লেন এমবাপ্পে।
এই জয়ে ৬ ম্যাচে রিয়াল মাদ্রিদের সংগ্রহ ১৪ পয়েন্ট। তাদের অবস্থান পয়েন্ট টেবিলের দুইয়ে। তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ১ ম্যাচ কম খেলে ১৫ পয়েন্ট নিয়ে আছে টেবিলের শীর্ষে।
এদিকে, গতরাতে জিরুনাকে ২-০ গোলে হারিয়ে ভিয়ারিয়াল। আর আলাভেসের কাছে ২-১ গোলে হেরে গেছে সেভিয়া।