জয় দিয়েই উইম্বলডন শুরু করেছেন নোভাক জোকোভিচ। সোমবার (৩ জুলাই) উইম্বলডনের প্রথম দিনে আর্জেন্টিনার পেদ্রো কাচিনকে ৬-৩, ৬-৩ এবং ৭-৬ ব্যবধানে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন গতবারের এই উইম্বলডন চ্যাম্পিয়ন। এর আগে, টানা চারবার ঘাসের কোর্টে জিতেছেন তিনি। এবার অষ্টমবারের মতো উইম্বলডন জয়ের লক্ষ্যে শুরুটা বেশ ভালোই করলেন সার্বিয়ান এই তারকা। বৃষ্টির কারণে ম্যাচের ফল পেতে প্রায় ৪ ঘণ্টা সময় লেগেছে।

টেনিস বিশ্বে বর্তমানে সফলতম খেলোয়াড়দের একজন নোভাক জোকোভিচ। সার্বিয়ান এ তারকা কিছুদিন আগেই জিতেছেন ফ্রেঞ্চ ওপেনের শিরোপা। আর তাতে ছুঁয়েছেন স্মরণীয় এক মাইলফলক, ছাড়িয়ে গেছেন প্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদালকে। এবার সে রেকর্ডকে আরও একধাপ এগিয়ে নেয়ার মিশনে নেমেছেন। বছরের তৃতীয় গ্র্যান্ড স্লাম উইম্বল্ডনে জয় দিয়েই যাত্রা শুরু করেছেন তিনি। প্রথম দিনে আর্জেন্টাইন প্রতিপক্ষকে হারিয়েছেন ৬-৩, ৬-৩, ৭-৬ সেটে।

ফ্রেঞ্চ ওপেন শিরোপা জিতে টেনিসে পুরুষ এককে সবথেকে গ্র্যান্ড স্লামের মালিক এখন জোকোভিচ। রোলা গ্যারোতে চ্যাম্পিয়ন হয়ে তিনি নিশ্চিত করেছেন নিজের ২৩ তম শিরোপা। ফলে ছাড়িয়ে গেছেন স্প্যানিশ কিংবদন্তী নাদালকে। এদিকে উইম্বলডনেও বেশ সফল সার্বিয়ান জোকোভিচ।

উইম্বলডনের গত দশ মৌসুমের সাতটিতেই শিরোপা জিতেছেন জোকোভিচ। এর মধ্যে আছে টানা চার মৌসুম জয়ের রেকর্ডও। এবার অষ্টম শিরোপা জয়ের লক্ষ্যে প্রথম ম্যাচে মাঠে নেমেই সফল হয়েছেন তিনি। হারিয়েছেন প্রতিপক্ষ পেদ্রো কাশিনকে।

এদিকে আর্জেন্টাইন প্রতিপক্ষের বিপক্ষে সহজ জয় তুলে নিলেও প্রকৃতির বাঁধায় পড়েছিলেন জোকোভিচ। প্রথম সেট জয়ের পরই বৃষ্টির বাঁধায় বন্ধ হয়ে যায় ম্যাচ। কোর্টের ছাদ বন্ধ করে দেয়া হলেও ততক্ষণে ভিজে গেছে মাঠের ঘাস। এরপর প্রায় দেড় ঘন্টা পরে শুরু হয় খেলা। জোকোভিচকেও দেখা যায় তোয়ালে দিয়ে ঘাস মুছতে।

খেলা আবার শুরুর পর দ্বিতীয় সেটেও জয় তুলে নেন জোকোভিচ। র‍্যাঙ্কিংয়ে ৬৮ নম্বরে থাকা কাশিন এদিন প্রথম দুই সেটে লড়াই করতে না পারলেও তৃতীয় সেটে ঘুরে দাড়াণোর বার্তা দেন। ফলে শেষ সেট টাইব্রেকারে গড়ালেও জয়ী হন জোকোভিচই।

ম্যাচ জিতে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম শিরোপার মালিক সার্বিয়ান এ টেনিস তারকা বলেন, উইম্বলডনের থেকে ভাল জায়গা আর হয় না। ইতিহাস এবং ঐতিহ্যের মিলন হয় এখানে। এর আগেও আমি বার বার বলেছি। আমার স্বপ্ন ছিল উইম্বলডনে খেলতে আসা এবং জেতা। সেই স্বপ্ন ২০১১ সালেই পূরণ হয়ে গিয়েছে। প্রতি বছর আমি ফিরে আসি সেই স্বাদ ফিরে পেতে।