ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের একটি ৯তলা আবাসিক ভবনে ভয়াবহ আগুন লেগে কমপক্ষে ৫০ জনের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাতে রাজধানীর থান জুয়ান জেলায় এ ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়ে অন্তত ৫০ জন মারা গেছেন। আহত অর্ধশতাধিক। হ্যানয়ের পুলিশ জানিয়েছে, ভবন থেকে আরো ৭০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। কী কারণে আগুন লেগেছে, এ বিষয়ে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

ভিয়েতনামের রাষ্ট্রীয় নিউজ এজেন্সি জানিয়েছে, ভবনটিতে ৪৫টি পরিবার থাকে। স্থানীয় সময় রাত সাড়ে ১১টায় আগুন লাগে। তখন বাসিন্দারা যার যার ফ্ল্যাটে অবস্থান করছিলেন। আগুন লাগার খবরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে দ্রুত বের হতে গিয়ে আহত হন।

টেলিভিশন ইমেজে দেখা গেছে, রাতেই ফায়ার সার্ভিসের সদস্যরা মই দিয়ে ওপরে উঠে হোসপাইপ দিয়ে পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করেছেন। দিনের বেলায়ও ভবন থেকে ধোঁয়া বের হচ্ছিল।

হ্যানয় মেডিকেল ইউনিভার্সিটি হাসপাতালের এক কর্মকর্তার বরাত দিয়ে রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়, আগুন থেকে বাঁচতে অনেকেই ভবনের জানালা দিয়ে নিচে লাফিয়ে পড়েন। এমন ব্যক্তিদের অনেককে গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে।

দেশটির প্রধানমন্ত্রী ফাম মিন চিন দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সরকারি এক বিবৃতিতে বলা হয়, ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকাগুলোর পাশাপাশি ছোট আকারের অ্যাপার্টমেন্ট ভবনে অগ্নিনিরোধক ব্যবস্থা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।