ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ভূখন্ড ছাড়ার বিনিময়ে রাশিয়ার সাথে শান্তি আলোচনার প্রস্তাব নাকচ করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, রাশিয়া শুধু অস্ত্রের ভাষা বোঝে। তাদের সেই ভাষাতেই জবাব দেওয়া হবে।

রাশিয়ার পূর্ণ মাত্রায় আগ্রাসনের এক বছর পূর্তি উপলক্ষে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, ভূমি ছাড়ার অর্থ হবে রাশিয়া আবার “ফিরে আসতে পারে”। তিনি মনে করেন, পশ্চিমা অস্ত্র শান্তিকে আরও কাছাকাছি আনবে।

ইউক্রেনের প্রেসিডেন্ট জানান, ইতোমধ্যেই রাশিয়া নতুন করে পূর্ণমাত্রার আক্রমণ শুরু করেছে। তবে তিনি বিশ্বাস করেন যে, ইউক্রেনের বাহিনী রাশিয়ার অগ্রযাত্রাকে প্রতিহত করতে পারে যতক্ষণ না তারা পাল্টা আক্রমণ শুরু করতে সক্ষম হয়।

পশ্চিমের কাছ থেকে আরও সামরিক সহায়তার আবেদন জানিয়ে বলেন, আধুনিক অস্ত্র শান্তির গতি বাড়াবে। অস্ত্রই একমাত্র ভাষা যা রাশিয়া বোঝে। বেলারুশের নেতা আলেকজান্ডার লুকাশেঙ্কোর যুদ্ধে যোগদানের হুমকির বিষয়ে তিনি বলেন, আমি আশা করি বেলারুশ যুদ্ধে যোগ দেবে না। যদি তা হয়, আমরা লড়াই করব এবং আমরা বেঁচে থাকব।”

রাশিয়াকে আবার আক্রমণের জন্য বেলারুশকে ব্যবহার করার অনুমতি দেওয়া একটি “বিশাল ভুল” হবে বলে মনে করেন তিনি।