সাত দিনের যুদ্ধবিরতি শেষে ফিলিস্তিনের গাজায় আবার হামলা শুরু করেছে ইসরাইল। তেল আবিব বলেছে, তারা গাজায় হামাসের সঙ্গে আবারও যুদ্ধ শুরু করেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ একটি পোস্টে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, হামাস ইসরাইলে গুলি চালিয়েছে। যুদ্ধবিরতি চুক্তির শর্তাবলী লঙ্ঘন করেছে তারা।
হামাস পরিচালিত জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয় টেলিগ্রাম অ্যাকাউন্টে জানিয়েছে- দক্ষিণ গাজা উপত্যকায় বেশ কয়েকটি বিমান থেকে হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী।
গাজায় বিবিসি সূত্রও এ তথ্য নিশ্চিত করেছে। সূত্রগুলো বলছে, উত্তর গাজায় বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। গাজা শহরের উত্তর-পশ্চিমে গোলাগুলি হয়েছে।
এদিকে বৃহস্পতিবার যুদ্ধবিরতির সপ্তম দিনে হামাস আট ইসরাইলিকে মুক্তি দিয়েছে। আর ইসরাইল কর্তৃপক্ষ মুক্তি দিয়েছে ৩০ ফিলিস্তিনিকে।
ইসরাইলকে সন্ত্রাস না করার আহ্বান পোপ ফ্রান্সিসের ফোনে ইসরাইলকে সন্ত্রাস না করার আহ্বান জানিয়েছেন ক্যাথলিকদের প্রধান ধর্মযাজক ও ভ্যাটিকান সিটির পোপ ফ্রান্সিস। অক্টোবরের শেষের দিকে ইসরাইলের প্রেসিডেন্ট হারজোগের সাথে ফোনকলে তিনি এই আহ্বান জানান।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা মার্কিন সংবাদপত্র দ্য ওয়াশিংটন পোস্ট-এর সূত্রে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত অক্টোবরের শেষের দিকে ইসরাইলের প্রেসিডেন্ট হারজোগের সাথে ফোনকলে কথা বলেন পোপ ফ্রান্সিস। এ তিনি ইসরাইলের প্রেসিডেন্টকে গাজায় সন্ত্রাস না করার জন্য আহ্বান জানান। তখন ইসরাইলের প্রেসিডেন্ট হারজোগ বলেন, আমরা সেখানে আত্মরক্ষার লড়াই করছি। তখন পোপ বলেন, তবে যারা হামলা করেছে, তাদেরকে দায়ী করো। বেসামরিকদের এর জন্য দায়ী করা কিংবা শাস্তি দেয়া উচিৎ নয়।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলি সেনাবাহিনী হামলা শুরু করেছিল। এই হামলায় অন্তত ১৫ হাজার মানুষ নিহত হয়েছে।