রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে সম্মত হলেও ভূখণ্ডের এক ইঞ্চিও ছাড় দেব না বলে জানিয়েছে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা। রোববার এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা রাশিয়ার সঙ্গে আলোচনায় বসে দেখি তারা কি বলতে চায়। যুদ্ধ এবং রাশিয়ার ক্রিয়াকলাপ সম্পর্কে আমরা কী মনে করি তা শুনতে ও বলতে সেখানে যাচ্ছি।
জেলেনস্কির উপদেষ্টার এমন মন্তব্যে মস্কোর পক্ষে থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ইউক্রেনের কৌশলগত গুরুত্বপূর্ণ শহর মারিউপোল, ডনবাসের লুহানস্ক ও ডোনেস্কে ব্যাপক বোমা হামলা অব্যাহত রেখেছে রুশ বাহিনী। যুদ্ধ বন্ধে আলোচনার ওপর জোর দিয়ে আসছে ইউক্রেন। তবে মস্কোর কাছে কোনও ভূখণ্ড ছেড়ে দেওয়ার বিনিময়ে যুদ্ধবিরতিতে যাবে না বলে জানালেন মিখাইলো পোডালিয়াক।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানে নেমেছে রুশ বাহিনী। সংকট সমাধানে প্রথমদিকে দুই দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে বেলারুশ এবং তুরস্কে শান্তি আলোচনা অনুষ্ঠিত হলেও কোনও ফলাফল আসেনি।