পাঁচশো অভিবাসনপ্রত্যাশী বহনকারী একটি নৌকা মধ্য ভূমধ্যসাগরে নিখোঁজ হয়েছে। সেখানে অন্যান্য আশ্রয়প্রার্থীর সঙ্গে একটি নবজাতক শিশু ও গর্ভবতী নারী রয়েছেন। দুটি মানবাধিকার সংস্থার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাদ্যম আল জাজিরা।
শরণার্থীদের বহনকারী নৌযানের সহযোগিতার সংকেত গ্রহণকারী সংস্থা ‘অ্যালার্ম ফোন’ শুক্রবার বলেছে, বুধবার সকালে নৌকাটির সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ওই সময় নৌকাটি লিবিয়ার বেনগাজি বন্দরের উত্তর দিকে ৩২০ কিলোমিটার দূরে সাগরে ভাসছিলো। কিন্তু তাদের ইঞ্জিন বিকল ছিল।
বৃহস্পতিবার ইতালির বেসরকারি সংস্থা ইমার্জেন্সি বলেছে, তারা তাদের লাইফ সাপোর্ট শিপ (উদ্ধারকারী জাহাজ) ও ওশান ভাইকিং নামের আরেকটি দাতব্য জাহাজ নিয়ে ২৪ ঘন্টা ধরে নিখোঁজ নৌকাটির সন্ধান করেছিল। কিন্তু, তারা কোনো নৌযানের হদিস পায়নি।
শুক্রবার ওই বেসরকারি সংস্থার একজন মুখপাত্র বলেছিলেন যে তাদের অনুসন্ধান অব্যাহত আছে। তারা আরও জানিয়েছেন, ওই নৌকায় থাকা শরণার্থীদের অন্য একটি নৌযানে তুলে নেওয়া হতে পারে অথবা তারা তাদের নৌকার ইঞ্জিন ঠিক করে অন্য কোথাও চেলে যেতে পারে। এছাড়া তারা সিসিলি দ্বীপে পৌঁছার চেষ্টাও করতে পারে।