রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলায় একটি ভবন ধ্বস হওয়ার খবর পাওয়া গেছে। এই ঘটনায় ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
শুক্রবার (২১ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম।
তিনি জানান, সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত পুরান ঢাকার আরমানিটোলা একটি পাঁচতলা ভবন বিধ্বস্তের ঘটনা আমরা জানতে পেরেছি। ইতোমধ্যে ঘটনাস্থলে আমাদের দুইটি ইউনিট পাঠানো হয়েছে। ভবনটির কি অবস্থা কিছুক্ষণ পরে সেটি জানা যাবে বলে জানান তিনি। এখন পর্যন্ত সর্বশেষ তথ্য পাওয়া অনুযায়ী আরমানিটোলার ঘটনাটি জানতে পেরেছি।
এর আগে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৭ বলে ধারণা করা হচ্ছে এবং এর কেন্দ্রস্থল ঘোড়াশালের নিকটবর্তী এলাকা।
এর আগে, সর্বশেষ চলতি বছরের ৫ মার্চ রাজধানীতে মাঝারি ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছিল।
রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৬। তারও আগে ২৮ মে বাংলাদেশ সময় দিবাগত রাত ২টা ২৪ মিনিটে ভারতের মণিপুর রাজ্যের মোইরাং শহরের কাছাকাছি আরেকটি ভূমিকম্পটি আঘাত হানে। সেসময়ও ভূমিকম্পের দেশের উত্তর-পূর্বাঞ্চলসহ রাজধানী ঢাকা এবং পার্শ্ববর্তী কয়েকটি জেলায় হালকা কম্পন অনুভূত হয়েছিল।












