রমজানে ভোজ্যতেল, চিনি, চাল ও খেজুরের ওপর শুল্ক কমাতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি সরবরাহে যাতে ঘাটতি না হয় তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। আজ মন্ত্রীসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব নির্দেশনা দিয়েছে বলে জানিয়েছেন কেবিনেট সচিব মাহবুব হোসেন।
তিনি জানান, রমজানকে সামনে রেখেই এই চার পণ্যের ওপর শুল্ক কমানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তবে এসব পণ্যে শুল্ক কী পরিমাণ কমানো হবে তা জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ঠিক করবে।