আগামী ১০ বছরের মধ্যে মঙ্গলে মানুষ পাঠাতে উদ্যোগ নিয়েছেন টেসলা ও স্পেস এক্সের কর্ণধার ইলন মাস্ক। দীর্ঘদিন ধরে মহাকাশ নিয়ে কাজ করে চলেছে ইলন মাস্কের অ্যারোস্পেস ফার্ম স্পেস এক্স। সেখানে তিনি এমন মহাকাশযান বানানোয় মন দিয়েছেন, যা একই সঙ্গে মহাকাশচারী ও তাদের সমস্ত জিনিসপত্র একই সঙ্গে মহাকাশে বয়ে নিয়ে যেতে পারে সেই রকেট। এখনও পর্যন্ত সবচেয়ে শক্তিশালী রকেট বানাতে সক্ষমও হয়েছেন ইলন। চলছে তার প্রোটোটাইপ নিয়ে আরও গবেষণা।

স্পেস এক্স মাঝেমধ্যেই বহু পরীক্ষামূলক উৎক্ষেপণ করে। কিছু দিন আগে স্টারশিপ বুস্টার রকেটের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছিল স্পেস এক্স। সেই পরীক্ষামূলক উৎক্ষেপণের ভিডিও নিজের প্রতিষ্ঠান টুইটারে শেয়ার করেছিলেন ইলন। এবার ফের সেই টুইটটাই রিটুইট করলেন মাস্ক। আর সেই টুইটেই ঝরে পড়ল তার একরাশ আশা। তিনি জানিয়ে দিলেন, একদিন তার এই স্টারশিপ রকেটই সকলকে মঙ্গলে নিয়ে যাবে।

এখনও পর্যন্ত তৈরি হওয়া সমস্ত রকেটের মধ্যে এই স্টারশিপই সবচেয়ে শক্তিশালী বলে জানাচ্ছেন বিশেষজ্ঞেরা।

স্পেস এক্সের ওয়েবসাইট অনুযায়ী, একই সঙ্গে ক্রু ও কার্গো- দুই ক্যারি করতে পারবে এই স্পেস এক্স রকেট। শুধু চাঁদ নয়, মঙ্গল বা তার বাইরেও যে কোনও জায়গায় যেতে প্রস্তুত স্পেস। আর তাতে চেপে শুধু নভোচারীরাই নয়, আগামী ১০ বছরের মধ্যেই সাধারণ মানুষও যাবেন মঙ্গলে। আর সে বিষয়ে দুর্দান্ত ভাবে প্রত্যয়ী টেসলা প্রধান।