ময়মনসিংহের ত্রিশালে পতিত জমির গর্ত থেকে উদ্ধার হওয়া তিনজনের মরদেহ মা ও তার দুই সন্তানের বলে নিশ্চিত করেছে পুলিশ। ওই নারীর স্বামী তিনজনকে হত্যার পর মরদেহ পুঁতে রেখেছে বলে ধারণা করছেন তারা।

মঙ্গলবার (২২ শে মে) উপজেলার কাকচর নয়াপাড়া গ্রামের একটি পতিত জমিতে মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে তাদের মরদেহ উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় না মিললেও, রাতে নিহতদের পরিচয় নিশ্চিত  করেছে পুলিশ।

তারা হলেন, ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের কাকচর নয়াপাড়া গ্রামের আলী হোসেনের স্ত্রী আমেনা বেগম (৩০)। তার দুই ছেলের আবু বক্কর (৪) ও আনাস (২)। আমেনা বেগম সাখুয়া ইউনিয়নের বাবুপুর গ্রামের আবদুল খালেকের মেয়ে। গত ৬ বছর আগে আলী হোসেনের সঙ্গে বিয়ে হয়েছিল আমেনার।

পুলিশ সূত্র জানায়, প্রায় ছয় বছর আগে আলী হোসেনের সঙ্গে বিয়ে হয় আমেনার। গত বৃহস্পতিবার গার্মেন্টসে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন আমেনা। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। ধারণা করা হচ্ছে, দুই শিশু সন্তানসহ স্ত্রীকে হত্যার পর নির্জন স্থানে পুঁতে রেখে আলী হোসেন পালিয়ে যান।

ত্রিশাল থানার ওসি কামাল হোসেন জানান, এনজিও থেকে নেয়া ঋণের কিস্তির টাকা না দেওয়ায় স্ত্রী আমেনা বেগমকে কারখানায় চাকরি দেয়ার কথা বলে বাড়ি থেকে বের করে আনে আলী হোসেন। পরে আমেনা বেগম ও সন্তানদের হত্যার পর মরদেহ পতিত জমিতে পুঁতে রাখেন। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।