ঈদুল আযহা উপলক্ষে শেকড়ের টানে বাড়ী ফিরছেন রাজধানীর মানুষ। ট্রেনে ঈদযাত্রার দ্বিতীয় দিনে আজ (বুধবার) সকাল থেকেই কমলাপুর রেলস্টেশনে ঘরমুখো মানুষ ভিড় করে। এদিন কিছু ট্রেন দেরিতে ছাড়লেও শিডিউল বিপর্যয় হয়নি। আর ভিড় কম থাকায় স্বস্তি প্রকাশ করেন যাত্রীরা। রাজধানীর বাস টার্মিনালগুলোতেও ভিড় দেখা গেছে বাড়িমুখী মানুষের।
দরজায় কড়া নাড়ছে ঈদ-উল-আযহা। উৎসবের আনন্দ প্রিয়জনদের সাথে ভাগ করে নিতে বাড়ির উদ্দেশে ঢাকা ছাড়ছেন রাজধানীবাসী। গত কয়েকদিন মহাসড়কে যাত্রীদের তেমন চাপ না থাকলেও বুধবার (৬ জুলাই) দুপুর থেকেই যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে।
টিকিট সংগ্রহের নানা ধাপ ফেরিয়ে এবার বাড়ি যাওয়ার পালা। করোনার কারণে গত দুই বছর সাদামাটা ঈদ কেটেছে। তবে সবশেষ ঈদুল ফিতর উদযাপন করা গেছে মুক্ত পরিবেশে। সেবারের মতো এবারও প্রিয়জনের সাথে আনন্দে মেতে উঠতে চায় ঘরমুখো মানুষেরা।
ঈদযাত্রার ভোগান্তি এড়াতে তিনদিন আগেই গ্রামে ফিরছেন অনেকেই। মহাসড়কে যাত্রীদের যানবাহনের জন্য দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।
বুধবার ৩৭টি ট্রেন ঢাকা ছেড়ে যাচ্ছে বিভিন্ন গন্তব্যে। বৃহস্পতিবার থেকে যুক্ত হবে দুটি বিশেষ ট্রেন। করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে, রাজধানীর বাস টার্মিনালগুলোতেও ঘরমুখো মানুষের ভিড় দেখা যায়। ঈদের আনন্দ স্বজনদের সাথে ভাগাভাগি করতে বাড়ি ছুটছেন তারা।