মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। সোমবার (২৩ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে মাগুরা-ঝিনাইদহ সড়কের কাশীনাথপুর সাইনবোর্ড এলাকায় প্রাইভেটকারের চাপায় মোটরসাইকেলে থাকা দুই বন্ধু নিহত হন। অন্যদিকে সদর উপজেলার নড়িহাটি এলাকায় অটোভ্যান দুর্ঘটনায় এক কিশোর নিহত হয়েছে।
নিহতরা হলেন- মাগুরা সদর উপজেলার হাজরাপুর ইউনিয়নের গৌরীচরনপুর গ্রামের কামরুজ্জামানের ছেলে মুহিব বিশ্বাস (২০), একই গ্রামের পিকুল বিশ্বাসের ছেলে সনি বিশ্বাস (১৯)। আহত একজনকে ঢাকায় পাঠানো হয়েছে।
জানা যায়, রাত ৯টার দিকে মাগুরা পৌর এলাকার কাশিনাথপুর সাইনবোর্ড এলাকায় একটি প্রাইভেট কার, একটি মোটরসাইকেল এবং ব্যাটারি চালিত ইজিবাইকের মধ্যে সংঘর্ষ হয়। মোটরসাইকেলের তিন আরোহী গুরুতর আহত হয়। এসময় তাদেরকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নেয়া হলে একজনের মৃত্যু হয়। বাকি দুইজনকে ঢাকায় নেয়ার পথে ফরিদপুর মেডিকেলে নেওয়া হলে একজন মারা যায়।
অপরদিকে সদর উপজেলার নড়িহটি গ্রামের অটো উল্টে ফারুক (১৩) নামে এক কিশোর নিহত হয়েছে। সে ওই গ্রামের জাহিদ মিয়ার ছেলে।