ঢাকার কোনো থানায় মামলা না নিলে সেই ওসিকে এক মিনিটে সাসপেন্ড করে দেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

সোমবার (২৫ নভেম্বর) ডিএমপি সদর দপ্তরে অটোরিকশা, অটোভ্যান ও ইজিবাইক চালকদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

বৈঠকে এক রিকশাচালক অভিযোগ করেন, আমাকে কামরাঙ্গীরচর এলাকায় গতকাল রোববার ও এর আগে একদিন মারধর করা হয়।

এ সময় এক রিকশাচালক অভিযোগ করেন, তাকে কামরাঙ্গীরচর এলাকায় গত রোববার এবং পূর্বে একাধিকবার মারধর করা হয়েছে। এ অভিযোগে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী রিকশাচালককে প্রশ্ন করেন, “আপনি মামলা কেন করেননি?” তিনি আরও বলেন, “মামলা নেওয়ার ক্ষেত্রে কোনো ব্যত্যয় হলে, ওই থানার ওসিকে এক মিনিটের মধ্যে সাসপেন্ড করা হবে।”

এর আগে, বেলা ১১টার দিকে, দুটি রিকশাচালক সংগঠন ডিএমপি সদর দফতরে কমিশনারের সঙ্গে বৈঠকে বসে। বৈঠকে তারা অভিযোগ করেন, পেটের দায়ে অটোরিকশা চালকদের মূল সড়কে উঠতে বাধ্য হতে হয় এবং কিছু এলাকার গলি দিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয় না, ফলে তাদেরকে মূল সড়কে উঠতে হয়।