বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মায়ামিতে বিনম্র শ্রদ্ধায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে কনস্যুলেট জেনারেল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় প্রবাসী বাংলাদেশী, ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-এর বাংলাদেশী ছাত্রছাত্রী এবং প্রবাসী বাংলাদেশী বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে বায়ান্ন’র ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। কনস্যুলেটের পক্ষ থেকে কনসাল জেনারেল ও অন্যান্যরা শহীদ মিনারের প্রতিকৃতিতে ফুল দেন। উপস্থিত প্রবাসী বাংলাদেশি ও অন্যান্যরাও শ্রদ্ধা জানান। দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়।
মিশন প্রধান কনসুল জেনারেল ইকবাল আহমেদ এর সভাপতিত্বে অনুষ্টান সন্চালনা করেন ভাইস কনস্যুলার সামাউন খালিদ, পিও মো শাহনেওয়াজ এর মোনাজাত পরিচালনা করার পর আলোচনা পর্বের যাত্রা শুরু হয়। এতে অংশ নেন মুকিযোদ্ধা আব্দুল লতিফ, স্থানীয় নেতৃবৃন্দ আলী নুর মঞ্জু, আযম মালিক, মহানগর স্টেট আওয়ামীলীগসহ সাধারণ সম্পাদক সালাম চাকলাদার, দিপু ভুইয়া, এফবিটিভি প্রতিনিধি দিপু জামান, মোঃ ফরিদ, সুমন বিশ্বাস, মোঃ বাতেন ও ইন্জিনিয়ার মির্জা।
অনুষ্ঠানের পরবর্তী পর্যায়ে মহান শহিদ দিবসের উপর নির্মিত একটি স্বল্পদৈর্ঘ্য তথ্যচিত্র প্রদর্শন করা হয়। কনসাল জেনারেল ইকবাল আহমেদ তাঁর বক্তব্যে গভীর শ্রদ্ধার সাথে মহান শহিদ দিবসের সংক্ষিপ্ত অথচ তথ্যবহুল ইতিহাস ও তাৎপর্য বর্ণনাপূর্বক ইউনেস্কো কর্তৃক দিবসটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণার প্রেক্ষাপট সকলের সামনে তুলে ধরেন। দিবসটি উপলক্ষ্যে আয়োজিত একটি সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশ কালচারাল ইন্সটিটিউট অফ ফ্লোরিডা (বিসিআইএফ)-এর সদস্যবৃন্দ বিভিন্ন দেশাত্ববোধক গান পরিবেশন করেন।
এছাড়া বিশেষ আবৃতীকার কেয়া রোজারিওর পাঠে সবাই মুগ্ধ হয় কালজয়ী কবিতাটি, মির্জা বিল্লাহ মুনমুন এর কন্ঠে উত্তর দক্ষিণ ও আমারও দেশের মাটিতে গানটিও সবাইকে মুগ্ধ করে। ইন্দ্রনীল ঘোষ ও লুবনা বাংলায়, এবং বিবেক স্বরূপ হিন্দীতে কবিতা আবৃত্তি করেন।
মায়ামী মিশনের কর্মকর্তা বৃন্দ মো আতিক, আজিজ, আকলাস ও বিবেক বাবু শেষ পর্বটি সার্বিক সহযোগীতা রাতের খাবার পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।