যুক্তরাষ্ট্রের কনস্যুলেট জেনারেল অফ বাংলাদেশ মায়ামীতে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উদযাপিত করেছে। রোববার (১৭ মার্চ) আয়োজিত এ অনুষ্ঠানে মায়ামীর বিশিষ্ট ব্যক্তিবর্গ, দূতাবাস-পরিবারের সদস্য ও শিশু-কিশোর, স্থানীয় প্রবাসী বাংলাদেশী ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের সূচনায় জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বঙ্গবন্ধু ও ১৫ই আগস্ট শাহাদৎ বরণকারী তাঁর পরিবারের সদস্য ও অন্যান্যদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন পিও মোঃ শাহনেওয়াজ।
দিবসটি উপলক্ষ্যে প্রদত্ত- রাস্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করেন ভাইস সিজি সামাঊন খালিদ এবং আলোচনা সভায় অংশ গ্রহণ করা হয়। আলোচনায় বক্তারা বঙ্গবন্ধুর গভীর রাজনৈতিক দর্শন ও তাঁর কর্মময় জীবন, শিশুদের প্রতি তাঁর অপরিসীম ভালবাসা এবং তাঁর জন্মদিনে জাতীয় শিশু দিবস পালনের তাৎপর্য ব্যাখ্যা করেন।
এসময় কনস্যুল জেনারেল ইকবাল আহমেদ জীবনী পর্যালোচনা করেন। বঙ্গবন্ধুর জীবন-দর্শন ও তাতে শিশুদের উপর প্রদত্ত গুরুত্ব, শিশুদের সার্বিক কল্যণের জন্য বিশেষ আইন প্রণয়নে তাঁর রাজনৈতিক প্রজ্ঞা নিয়ে আলোচনা করেন।
পরে ডাঃ কিবরিয়ার এবং ফ্লোরিডা স্টেট মহানগর আওয়ামীলীগ এর সহ সভাপতি টিটন মালিক ও সহ সভাপতি সাইফুল ইসলাম বুলবুল আলোচনায় অংশগ্রহণ করেন।
দিবসটি উপলক্ষ্যে সন্ধ্যায় একটি মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ছড়া পাঠ করেন অমিয় দাশ এবং দেশাত্বোধক ও নজরুল সংগীত পরিবেশন করে হাওয়াইয়ান গিটার। পরে শিশু-কিশোরদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সবশেষ উপস্থিত শিশু-কিশোরদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর কেক কাটা এবং ইফতার ও রাতের খাবার পরিবেশনের মাধ্যমে সমাপ্ত হয় অনুষ্ঠানের।