নানা আয়োজনের মধ্যদিয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফ মায়ামীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। স্থানীয় সময় রোববার (২৬শে মার্চ) যথাযোগ্য মর্যাদায় ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়। এ উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ কনস্যুল জেনারেল এর মিশন প্রধান ইকবাল আহমেদ এর সভাপতিত্বে ভাইস কনস্যুল সামাঊন খালিদ এর সঞ্চালনায় ফ্লোরিডা স্টেট মহানগর আওয়ামী লীগ এর সভাপতি নাইম খান, সাধারণ সম্পাদক প্রোকৌশলী আরশাদ আলি, এফবিটিভি এর সিইও ও এফবিনিউজ ২৪৭ .কম এর সম্পাদক টিটন মালিক, প্রফেসর নেছার অউ আহমেদ, প্রেকৌশলী মাহফুজ ভুইয়া দিপু উপস্থিত ছিলেন।
এসময় মহান স্বাধীনতা নিয়ে আলোচনা করেন মুক্তিযোদ্ধা ডা: সুলতান সালাউদ্দিন, আওয়ামী লীগ প্রবীন নেতা সরকার হারুন । এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুর দিয়ে শুভেচ্ছা জাননো হয়।
দ্বিতীয় পর্বে সংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়ে দেব দেশের গান পিয়ানো বাজীয়ে মুগ্ধ করে এবং কবিতা পাঠ করেন কেয়া রোজারিও ও লাইলা হারুন। প্রথমে ইফতার মাহফিল এ দোয়া ও মোনাজাত করেন পিও মো: শাহনেওয়াজ।