যুক্তরাষ্ট্রের মায়ামীতে ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহীদ শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে স্থানীয় সময় শনিবার ৫ (আগষ্ট) বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, মায়ামীতে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনের পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে শেখ কামালের অসামান্য অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। এসময় শহিদ শেখ কামালের প্রতিকৃর্তিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

বাংলাদেশ কনস্যুল জেনারেল অফ মায়ামী আয়োজিত কনস্যুল জেনারেল ইকবাল আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রথমেই দোয়া পাঠ করেন পিও মোহাম্মদ শাহনেওয়াজ। এর পর প্রধান মন্ত্রীর বানী পাঠ করেন যথারীতি পিও মো. শাহনেওয়াজ এবং রাষ্ট্রপতির বানী পড়েন ভাইস কনস্যুল জেনারেল সামাঊন খালিদ।

সমাপনি আলোচনায় ইকবাল শেখ কামালের জীবনীর উপর আলোকপাত করেন। পরে আরও আলোচনায় অংশ নেয় ফ্লোরিডা স্টেট মহানগর আওয়ামী লীগ এর সভাপতি নাঈম খান দাদন, সহ সভাপতি সাঈদ মাহবুব, সহ সভাপতি গোলাম মোর্শেদ এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম কে আলম।