অবশেষে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ও এর আশে পাশের বসবাসরত প্রবাসীদের প্রতীক্ষার পালা শেষ হলো। মায়ামীতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে ইলেকট্রনিক পাসপোর্ট (ই-পাসপোর্ট) সেবা চালু করেছে। বুধবার ( পহেলা নভেম্বর) এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সেবা উদ্বোধনের আগে দূতাবাসের পাসপোর্ট শাখায় যন্ত্রপাতি স্থাপনসহ অন্যান্য প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যুগ্ম সচিব মোঃ আব্দুল কাদির (নিরাপত্তা সেবা বিভাগ, এমওএইচএ), কর্নেল মুশফিকুর রহমান মাসুম (অতিরিক্ত প্রকল্প পরিচালক, ই-পাসপোর্ট প্রকল্প), মিসেস জাজরিন নাহের (পরিচালক-১২, পিএমও), এ.কে.এম. মাজহারুল ইসলাম (পরিচালক, অভিবাসন ও পাসপোর্ট অধিদপ্তর), মাজহারুল হোসেন খান (ভেরিডোস), মোহাম্মদ মারুফুল আলম (ভেরিডোস)।

এদিকে বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশের প্রতিশ্রুতি অনুযায়ী ই-পার্সপোট কার্যক্রম শুরুর খবরে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরা উচ্ছ্বসিত। তারা বলছেন, দীর্ঘ অপেক্ষার পর এই সেবা চালু হওয়ায় কমবে ভোগান্তি। ই-পাসপোর্টের পাশাপাশি জাতীয় পরিচয়পত্রের সেবাও দূতাবাস থেকে চালুর দাবি জানান প্রবাসীরা।

আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে ২০২০ সালে বাংলাদেশে শুরু হয় ই-পাসপোর্ট কার্যক্রম। পরবর্তীতে বিশ্বের বিভিন্ন দেশে মিশনগুলোতেও এই সেবা চালু করতে নেয়া হয় উদ্যোগ। এখন পর্যন্ত ৩০ টি দেশের বাংলাদেশ দূতাবাসে ইপাসপোর্ট সেবা কার্যক্রম সেবা চালু হয়েছে। শিগগিরই আরও বেশ কয়েকটি দেশে চালু হবে এই কার্যক্রম।