১০ মাস আগে চীনের প্রধানমন্ত্রীর পদ থেকে অবসরে যাওয়া লি কেকিয়াং মারা গেছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৬শে অক্টোবর) রাতে তিনি মারা যান বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, হৃদরোগে আক্রান্ত হওয়ার পর মধ্যরাতে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।
২০১৩ সাল থেকে প্রায় ১০ বছর চীনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বপালন করেছেন লি কেকিয়াং। মাত্র ১০ মাস আগে চীনের প্রধানমন্ত্রীর পদ থেকে অবসরে যান চীনা কমিউনিস্ট পার্টির প্রভাবশালী এই নেতা।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, লি কেকিয়াং সাংহাইতে ‘বিশ্রামে’ ছিলেন। বৃহস্পতিবার হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। তাকে বাঁচানোর সব ধরনের চেষ্টা করা হয়েছে।
উল্লেখ্য, ২০১৩ সালে লি কেকিয়াং চীনের প্রধানমন্ত্রী হন। উদারপন্থি হিসেবে চীনে তার জনপ্রিয়তা ছিল। তবে অভিযোগ ছিল প্রেসিডেন্ট শি জিনপিং নানাভাবে তার ক্ষমতা খর্ব করে দেয়ায় প্রধানমন্ত্রীর পদ থেকে তিনি অবসরে যান।