যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে ৯৫ বিলিয়ন ডলারের সমর্থন প্যাকেজ পাস হয়েছে। মূলত ইসরায়েল, ইউক্রেন ও তাইওয়ানকে সামরিক ও মানবিক সহায়তা দিতে প্রতিনিধি পরিষদে এই বিল উত্থাপন করা হয়েছিল। এর মধ্যে ইসরায়েল পেতে যাচ্ছে ২৬ বিলিয়ন ডলার।

স্থানীয় সময় শনিবার (২০শে এপ্রিল) ভোটাভুটির পর এসব বিলে অনুমোদন দিয়েছেন মার্কিন আইনপ্রণেতারা।

ইউক্রেনের জন্য পাস হওয়া বিলটিতে দেশটিকে ৬১ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দেয়ার কথা উল্লেখ করা হয়েছে। এ ভোটাভুটিতে বিলটির পক্ষে ভোট পড়েছে ৩১১টি অপরদিকে বিপক্ষে  ভোট পড়েছে ১১২টি। এদিকে, ইসরাইলের জন্য পাস হওয়া বিলটিতে ২৬ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দেয়ার কথা বলা হয়েছে।

নানা আলোচনা-সমালোচনা শেষে বিল দুটি পাস হল। প্রতিনিধি পরিষদে এ বিল পাসের ঘটনাটিকে বাইডেনেরও বড় বিজয় হিসেবে দেখছেন বিশ্লেষকরা। বিল দুটি বাস্তবায়নে এখন সিনেটের অনুমোদন প্রয়োজন। সেখানে বিল দুটি পাস করার জন্য সিনেটরদের প্রতি আহ্বান জানিয়েছেন বাইডেন। এর পরই বিলে সই করবেন তিনি।