এএফসি চ্যাম্পিয়ন্স লীগের খেলায় মালদ্বীপের ক্লাব ঈগলসকে ২-১ গোল ব্যবধানে হারিয়েছে ঢাকা আবাহনী। আজ সিলেট জেলা স্টেডিয়ামে মালদ্বীপের ক্লাব ঈগলসের বিপক্ষে এই জয় তুলে নেয় ঢাকা আবাহনী। এদিন ম্যাচের প্রথম গোলটি আসে আবাহনীর পক্ষে। দলের হয়ে ম্যাচের ২১ মিনিটে গোল করেন কোমলিয়াস স্টুয়ার্ট। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি।

ম্যাচের দ্বিতীয়ার্ধে ৬৩ মিনিটে ঈগলসকে সমতায় ফেরান দলটির খেলোয়ার আহমেদ রিজুভান। ১-১ সমতায় উভয় দল মরিয়া হয়ে ওঠে জয়ের জন্য। ম্যাচের ৮৯ মিনিটে দানিলো অগাস্তোর দেয়া গোলে শেষ পর্যন্ত জয়ের মালা পরিধান করে ঢাকা আবাহনী। ২-১ গোল ব্যবধানে এগিয়ে থেকে জয় নিয়ে মাঠ ছাড়ে আকাশী নীল জার্সিধারীরা।