এশিয়া কাপ ও বিশ্বকাপ ক্রিকেটের আগে তামিম ইকবাল শতভাগ ফিট হয়ে মাঠে নামতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তিনি মনে করেন চোটের কারণেই বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কের নিয়মিত পারফর্ম করতে সমস্যা হচ্ছে।

আজ (বুধবার) ২৬শে জুলাই রাজধানীর একটি শিক্ষা প্রতিষ্ঠানের কনভোকেশন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব বলেন মাশরাফি। এসময় সাবেক এই অধিনায়ক বলেন, দলের প্রয়োজনে বিশ্বকাপের মেন্টর হিসেবে কাজ করতে আগ্রহী তিনি।

বুধবার (২৬ জুলাই) ড্যাফডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাশরাফি। সেখানে মেন্টর হওয়া ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নে মাশরাফি বলেন, ‘মেন্টরে কী লাভ হয়? আমাকে একটু বলতে পারবেন? আমি জানি না, ও (তামিম) কেন চাচ্ছে! মেন্টর জিনিসটা তো…অন্য জিনিস। মেন্টরের কাজটা কী আমি জানি না। (দলের প্রয়োজনে) সে রকম পরিস্থিতি এলে, সে রকম হলে তখন বলা যাবে। এখন এ মুহূর্তে আমাকে প্রশ্ন করলে, এর উত্তর নেই।’

প্রস্তাব পেলে বিশ্বকাপে দলের মেন্টর হিসেবে যাবেন কিনা এমন প্রশ্নে মাশরাফি বলেন, ‘(তামিমের চাওয়া মেন্টর হিসেবে) সেটা ভিন্ন জিনিস। আমার কোনো মাইন্ড সেটআপ নেই। আমি আগেও বলেছি, আমার এ রকম কোনো মাইন্ড সেটআপ নেই। আপনারা যে প্রশ্ন করছেন, এই প্রশ্নের উত্তরও নেই আমার কাছে। আমি কোনো কিছু জানি না। আমার বর্তমানে কী কাজ, সেটা শুধু জানি। কালকে যেটা কাজ আসবে, সেটা করব। পরশু দিনের কথা বলা বা কালকের চিন্তা করার এখন আমার সময় নেই।’