বাংলাদেশ আওয়ামী লীগ মালদ্বীপ শাখার উদ্যোগে ১৯ এপ্রিল (স্কাইফল লাউঞ্জ) একটি অভিজাত রেস্টুরেন্টে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মালদ্বীপ আওয়ামী লীগের সভাপতি আলহাজ দুলাল মাদবরের সভাপতিত্বে উক্ত সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নূরে আলম রিন্টুর সঞ্চালনায় পবিত্র কুরআন তেলাওয়াত দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

কুরআন তেলওয়াতের পর ১৬ এপ্রিল মালদ্বীপের হুলেমালের খানজি রেস্টুরেন্টে পাকিস্তানি নাগরিক আবিদের হাতে খুন হওয়া বাংলাদেশি প্রবাসী শাহিনের স্মরণে শোক জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা, তার রুহের মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

অনুষ্ঠানের সভাপতি দুলাল মাদবর বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ জনসাধারণের দল, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে দেশ-জাতি ও প্রবাসীদের কল্যাণে কাজ করে যাচ্ছেন। মালদ্বীপ আওয়ামী লীগ প্রতি বছরের মতো এবারো আপনাদের সম্মানার্থে এ ইফতারের আয়োজন করেছে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদ্বীপে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ, দূতাবাসের তৃতীয় সচিব মোহাম্মদ মিজানুর রহমান ভূইয়া, বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন মালদ্বীপের প্রতিষ্ঠাতা সভাপতি মির সাইফুল ইসলাম ও মালদ্বীপ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুলাল হোসেন।

স্থানীয় প্রবাসী ছাড়াও দূতাবাসের সব কর্মকর্তা কর্মচারী, মালদ্বীপ আওয়ামী লীগের অন্যান্য নেতা, মালদ্বীপে এনবিএল মানি ট্রান্সফার প্রাইভেট লিমিটেডের কর্মকর্তা কর্মচারী, বিশিষ্ট ব্যবসায়ী, প্রবাসী চিকিৎসক, শিক্ষক ও বিভিন্ন রাজনৈতিক সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতা, বিভিন্ন পেশাজীবী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এতে অংশগ্রহণ করেন।

সবশেষে মুসলিম উম্মাহসহ দেশ, জাতি ও বিশ্ব মানবতার শান্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।