মালয়েশিয়ার মাঝ আকাশে নৌবাহিনীর দুটি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রয়্যাল মালয়েশিয়ান নৌবাহিনীর একটি অনুষ্ঠানের মহড়ায় হেলিকপ্টার দুটির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে হেলিকপ্টার দুটি বিধ্বস্ত হয়।

স্থানীয় মিডিয়ার খবরে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, মহড়ার জন্য বেশ কয়েকটি হেলিকপ্টার উড্ডয়নের পরই এদের মধ্যে দুটি হেলিকপ্টারের সংঘর্ষ হয়। এরপরই হেলিকপ্টার দুটি মাটিতে পড়ে যায়।

বিবিসি এক প্রতিবেদনে জানায়, নৌবাহিনীর কুচকাওয়াজে সামরিক মহড়া চলাকালীন আকাশে দুটি হেলিকপ্টারের সংঘর্ষ হয়। সংঘর্ষের পর একটি মাটিতে পড়লেও আরেকটি গিয়ে পড়ে সুইমিং পুলে।

এরমধ্যে একটি হেলিকপ্টারে সাতজন ক্রু ছিলেন। আরেকটিতে তিনজন। সবাই নিহত হয়েছেন।

উল্লেখ্য, গত মার্চে মালয়েশিয়ার আংসা দ্বীপের কাছে মালয়েশিয়ার কোস্টগার্ডের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। পরে জেলারা বিমানে থাকা পাইলট, কো-পাইলট ও দুই যাত্রীকে উদ্ধার করেন।