অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় কক্সবাজারের টেকনাফ থেকে মানবপাচারকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ১২ শিশুসহ ১৯ রোহিঙ্গাকে। মঙ্গলবার (২১ জানুয়ারি) তাদের উদ্ধার করা হয়। উদ্ধারকৃত রোহিঙ্গাদের মধ্যে ৫ জন পুরুষ, ২ জন নারী ও ১২টি শিশু রয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- জাফর আলম (৩০), মুজিব উল্লাহ (৩২) এবং হামিদ উল্লাহ (৩২)। তারা সবাই পূর্ব কচ্ছপিয়া এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের পুলিশ সুপার মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, ‘টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকায় গত রাতে অভিযান চালানো হয়। মানবপাচারকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় ১২ শিশুসহ ১৯ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় টেকনাফ থানায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘মানবপাচারের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং এ বিষয়ে তদন্ত চলমান।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন বলেন, ‘প্রাথমিক তদন্তে জানা গেছে, আটকরা নৌপথে মালয়েশিয়া ও থাইল্যান্ডে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। স্থানীয় জাফর আলমের বসতঘরের পেছনে তাদের জমায়েত করা হয়েছিল। পুলিশের সঙ্গে নৌবাহিনীর যৌথ অভিযানে তাদের উদ্ধার করা হয়।’
পুলিশ জানায়, আটকদের বিরুদ্ধে মানবপাচার প্রতিরোধ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া উদ্ধার হওয়া রোহিঙ্গাদের আশ্রয়শিবিরে ফিরিয়ে দেয়ার ব্যবস্থা করা হবে।












