শক্তিশালী ফ্রেডির আঘাতে বিধ্বস্ত হয়েছে পূর্ব আফ্রিকার দেশ মালাউই। ঝড়ের আঘাতে দেশটিতে কমপক্ষে ৯৯ জনের মৃত্যু হয়েছে। গতকাল (সোমবার) দেশটির দক্ষিণাঞ্চলে আঘাত হানা এই ঘূর্ণিঝড়ে বাস্তুহারা হয়েছে বহু মানুষ।

মালাউইর দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার চার্লস কালেম্বা বলেন, আমরা প্রায় সাতটি কাউন্সিলে ৯৯ জনের মৃত্যুর তথ্য রেকর্ড করেছি। এর মধ্যে ব্লানটায়ার শহরে ৮৫ জন মারা গেছেন এবং এই এক শহরেই প্রায় ১৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। অবিরাম বৃষ্টি এবং প্রবল বাতাসের কারণে ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ ও ত্রাণ বিতরণ কার্যক্রম।

নিহত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

এদিকে, দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে মালাউইয়ের সরকার দেশের দক্ষিণাঞ্চলে ‘দুর্যোগময় অবস্থা’ ঘোষণা করেছে।

মালাউইয়ের শিক্ষা মন্ত্রণালয় গত রোববার এক বিবৃতিতে বলেছে, ঘূর্ণিঝড় ফ্রেডির আঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ১০টি জেলায় বুধবার পর্যন্ত স্কুল বন্ধ থাকবে।

বিশ্ব আবহাওয়া সংস্থার মতে ফ্রেডি বছরের সবচেয়ে শক্তিশালী গ্রীষ্মমন্ডলীয় ঘূর্ণিঝড় এবং এটি দীর্ঘস্থায়ীও হতে পারে। গত রোববার ঘূর্ণিঝড়টি মোজাম্বিকে ঘূর্ণিঝয় হিসেবে আঘাত করেছিল।